বাদশাহ সালমানকে ইসলামী বিশ্বের পার্সোনালিটি অব দি ইয়ার ঘোষণা
সউদী বাদশাহ সালমানকে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা ও তাদের রক্ষায় ভূমিকা পালনের জন্য ইসলামী বিশ্বের ‘পার্সোনালিটি অব দি ইয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ২৩ এপ্রিল লাহোরে পাকিস্তানের ওলামা কাউন্সিল নামে একটি গ্রুপ আয়োজিত মেসেজ অব ইসলাম কনফারেন্স-এ বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে মুসলিম উম্মাহর সেবায় তার অবদানের জন্য ‘ইসলামিক ওয়ার্ল্ডস পার্সোনালিটি অব দি ইয়ার’ পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়। বাদশাহ সালমানের পক্ষে পাকিস্তানে নিযুক্ত সউদী রাষ্ট্রদূত নাওয়াফ সাইদ আহমদ আল মালিকি এ পুরস্কার গ্রহণ করেন।
সম্মেলনে উপস্থিত ওলামারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা এবং ফিলিস্তিনিদের সমর্থনে তার প্রচেষ্টার কথা উল্লেখ করেন। তারা গতমাসে রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ সম্মেলনে বাদশাহ সালমানের বক্তব্যের কথা উল্লেখ করেন। এতে বাদশাহ সউদী আরবের আঞ্চলিক শীর্ষ শত্রু ইরানের বিরুদ্ধে কঠোর ও ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের জন্য চাপ দেন এবং ইসরাইলে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেন।
বাদশাহ জেরুজালেমের ইসলামী সম্পত্তি প্রশাসনকে সমর্থন করে পূর্ব জেরুজালেমের জন্য ১৫ কোটি ডলার দান করার কথা ঘোষণা করেন।