ট্রাম্প-মেরকেল বৈঠক ব্যর্থ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলের বৈঠকে করারোপের ওপর সুনির্দিষ্ট কোন চুক্তিই সই হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউজের একজন মুখপাত্র। শুক্রবার হোয়াইট হাউজে দুই পরাশক্তিধর রাষ্ট্র দুটির প্রধানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। মেরকেলের প্রধান উদ্দেশ্য ট্রাম্পকে বাণিজ্যযুদ্ধ থেকে বের করে আনার প্রথম প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।
শুক্রবার ইউরোপের শেষ প্রতিনিধি হিসেবে ইরানের পরমাণুচুক্তি টিকিয়ে রাখতে এবং বাণিজ্যযুদ্ধ ঠেকানোর আশাবাদ নিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মেরকেল। যুক্তরাষ্ট্রে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ব্যয়বহুল, আড়ম্বরপূর্ণ ও উষ্ণতাপূর্ণ সফরের দুইদিন পর ট্রাম্পের সঙ্গে মেরকেলের সাক্ষাৎটিকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখা হয়েছিল। যদিও গতবছরের মার্চে মেরকেলের করমর্দনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে হোয়াইট হাউজে একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন ট্রাম্প।