ব্রিটেনে মসজিদের বাইরে পথচারীদের ওপর গাড়ি তুলে দিলো দুর্বৃত্তরা
ব্রিটেনে আবারও মসজিদের বাইরে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা সোয়া ২টার দিকে অ্যাস্টনের শাহ জালাল মসজিদের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন।
বার্মিংহামের পুলিশ বলছে, তারা ওই গাড়িটি শনাক্ত ও হামলাকারীদের ধরার চেষ্টা করছে। বিষয়টি সন্ত্রাসী হামলা কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওয়েস্ট মিডল্যান্ডের সিআইডি পুলিশের মুখপাত্র গ্রেগ ইভান্স বলেছেন, আমরা তদন্তের প্রাথমমিক পর্যায়ে আছি, এটি যে সন্ত্রাসী হামলা নয় তাও বলা যাচ্ছে না, আবার সন্ত্রাসী হামলাও বলা যাচ্ছে না।
খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে একজন মাথায় এবং অপরজন পায়ে আঘাত পেয়েছেন।
প্রসঙ্গত, এর আগে গত বছরের জুন মাসে লন্ডনে একটি মসজিদের কাছে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়।