যুক্তরাষ্ট্রে ৯/১১’র দ্বাদশ বার্ষিকী পালিত
নিউইয়র্কে গত বুধবার ৯/১১’র হামলার দ্বাদশ বার্ষিকী পালিত হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাদের স্ত্রীরা হোয়াইট হাউস চত্বরে নীরবতা পালনের মধ্য দিয়ে দিনটি স্মরণ করেন। প্রেসিডেন্ট ওবামা এ উপলক্ষে ৯/১১ হামলার অন্যতম লক্ষ্যস্থল পেন্টাগনে ভাষণ দেবেন। নিউইয়র্কে বিশ্ববাণিজ্য কেন্দ্রে ছিনতাইকৃত বিমান হামলায় নিহতদের পরিবারের সদস্যরা ‘গ্রাউন্ড জিরো’য় জড়ো হন এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন। স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে কিছুক্ষণ নীরবতা পালনের মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়। ২০০১ সালে ঠিক এই সময় ছিনতাইকারীদের প্রথম বিমান টুইন টাওয়ারে আঘাত হানে। দিনটি উপলক্ষে এখানে স্মরণসভার আয়োজন করা হয়। এ বেদনাবিধূর স্মৃতিকে স্মরণ করতে গিয়ে নিউইয়র্কের সাবেক মেয়র রুডলফ গিলিয়ানীর চোখ ভিজে উঠে।