মেসির হ্যাট্রিকে বার্সার শিরোপা জয়
চার ম্যাচ বাকি থাকতেই লা-লিগার শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। রোববার রাতের ম্যাচে দেপোর্তিভোকে ৪-২ ব্যবধানে হারিয়ে ২৫তম শিরোপা নিশ্চিত করে কাতালানরা।
এস্তাদিও রিয়াজোর মাঠে অতিথি হয়ে এসে বার্সার হয়ে হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
শিরোপার হাতছানিতে মাঠে নামা বার্সেলোনার উৎসবের শুরু ম্যাচের সপ্তম মিনিটেই। ডি-বক্সের মধ্যে উসমান দেম্বেলের পাস পেয়ে উঁচু কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন ফিলিপে কৌতিনিয়ো।
১৭ মিনিটে পাল্টা জবাব দেয় দেপোর্তিভো। রাউল আলবেনতোসার হেড মার্ক আন্দ্রে টের স্টেগেন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে লক্ষ্যভেদ করেন লুকাস পেরেজ। কিন্তু তাদের গোল উদযাপন করতে দেয়নি অফসাইডের বাঁশি। ২৮ মিনিটে গোলবারের উপর দিয়ে বল মেরে আরেকবার সুযোগ নষ্ট করেন আর্সেনাল থেকে ধারে খেলতে আসা পেরেজ।
বার্সা ব্যবধান দ্বিগুণ করে ৩৮ মিনিটে। লুই সুয়ারেসের নিখুঁত ক্রসে দুর্দান্ত ভলিতে ৩০তম লিগ গোল করেন মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে ৭টি ভিন্ন মৌসুমে ৩০ বা তার বেশি গোল করে লা লিগায় ইতিহাস গড়েন তিনি।
পাল্টা আক্রমণে দুই মিনিট পরেই ব্যবধান কমায় দেপোর্তিভো। লুকাস পেরেসের নীচু শটে জায়গা থেকে নড়ার সুযোগ পাননি মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
৬৪তম মিনিটে ম্যাচে সমতা টেনে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসায় দেপোর্তিভো। দারুণ এক পাসিং আক্রমণে গোলটি করেন তুরস্কের মিডফিল্ডার এমরে কোলাক।
৮১তম মিনিটে সুয়ারেসের একটি প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক রুবেন মার্তিনেস। তবে শেষ পর্যন্ত দলকে বাঁচাতে পারেননি। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় ও শিরোপা নিশ্চিত করেন মেসি।
৮২তম মিনিটে সুয়ারেসের সঙ্গে বল দেয়া-নেয়া করে কাছ থেকে দলকে ফের এগিয়ে দেন মেসি। আর ৮৫তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি জয়সূচক গোলটি করেন আর্জেন্টিনা অধিনায়ক।
৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে চার ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হলো বার্সা।
৩৫ ম্যাচে তাদের চেয়ে ১১ পয়েন্ট পেছনে অ্যাতলেতিকো মাদ্রিদ (৭৫)। ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে রিয়াল। -ইউএনবি