রেটিং বেড়েছে বাংলাদেশের
ভারতকে হটিয়ে শীর্ষে ইংল্যান্ড
ভারতকে হটিয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিং-এর শীর্ষ স্থান দখল করেছে ইংল্যান্ড। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ নতুন ওয়ানডে ও টি-২০ র্যাংকিং প্রকাশ করেছে। ২০১৩ সালের জানুয়ারির পর আবারো ওয়ানডে র্যাংকিং-এর শীর্ষে উঠলো ইংলিশরা। র্যাংকিং-এ কোন পরিবর্তন না হলেও ওয়ানডে ফরম্যাটে রেটিং বেড়েছে বাংলাদেশের।
ওয়ানডে র্যাংকিংয়ে ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করা হয়নি। এরপরের বছরগুলোতে পারফরমেন্সের ৫০ শতাংশ বিবেচনায় নেয় আইসিসি। শেষ তিন বছরে ৬৩ ওয়ানডে খেলে ৪১টি ম্যাচে জয় পায় ইংল্যান্ড। ঐ সময় ৫৯ ম্যাচে ৩৯টি জয় পায় ভারত।
জয়ের দিক দিয়ে বেশি হওয়ায় ভারতকে টপকে ওয়ানডে র্যাংকিং-এর শীর্ষে ওঠে ইংল্যান্ড। ১২৫ রেটিং নিয়ে সবার উপরে ইংলিশরা। ১২২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৩।
৯৩ রেটিং নিয়ে বাংলাদেশ রয়েছে সাত নম্বরে। ৩ রেটিং বেড়েছে টাইগারদের। টি-২০ র্যাংকিং-এ দশম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের রেটিং ৭৫। টি-২০ ফরম্যাটের শীর্ষে রয়েছে পাকিস্তান। ১৩০ রেটিং নিয়ে সবার উপরে তারা।
ওয়ানডে র্যাংকিং
র্যাংকিং দল ম্যাচ রেটিং
১ ইংল্যান্ড ৪২ ১২৫
২ ভারত ৪৫ ১২২
৩ দক্ষিণ আফ্রিকা ৩৪ ১১৩
৪ নিউজিল্যান্ড ৪১ ১১২
৫ অস্ট্রেলিয়া ৩২ ১০৪
৬ পাকিস্তান ৩২ ১০২
৭ বাংলাদেশ ২৪ ৯৩
৮ শ্রীলংকা ৪৩ ৭৭
৯ ওয়েস্ট ইন্ডিজ ২৯ ৬৯
১০ আফগানিস্তান ২৮ ৬৩
১১ জিম্বাবুয়ে ৩৭ ৫৫
১২ আয়ারল্যান্ড ২০ ৩৮