বিশ্বে অভিবাসীর সংখ্যা ২৩ কোটি ২০ লাখ
বিশ্বে এখন পূর্বের যে কোন সময়ের তুলনায় অভিবাসীর সংখ্যা বেড়েছে। ২৩ কোটি ২০ লাখ মানুষ এখন বিদেশে বসবাস করছেন। এ সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ৩ দশমিক ২ শতাংশ। এশিয়া সে তালিকায় সবার ওপরে অবস্থান করছে। আর যুক্তরাষ্ট্র সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এ তথ্যসমূহ উঠে এসেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের ওই পরিংখ্যানে বলা হচ্ছে, অভিবাসীর এ সংখ্যা ২০০০ সালে ছিল সাড়ে ১৭ কোটি ও ১৯৯০ সালে তা ছিল ১৫ কোটি ৪০ লাখ। উন্নত বিশ্বের দেশগুলোতে ১৩ কোটি ৬০ লাখ আন্তর্জাতিক অভিবাসীর বসবাস। আর, উন্নয়নশীল বিশ্বের রাষ্ট্রসমূহে বাস করছেন ৯ কোটি ৬০ লাখ অভিবাসী। জীবনযাত্রার উন্নত মান, কর্মসংস্থানের সুযোগ ও সন্তানের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্য পূরণেই মূলত অভিবাসীরা পাড়ি জমিয়ে থাকেন বিদেশে।