ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ৩য় স্থান লাভ
সম্প্রতি ইরানের তেহরানে বিশ্ব কুরআন প্রতিযোগীতায় ৯৫টি দেশের প্রার্থীদের সাথে লড়ে বাংলাদেশের হাফেজ এহসান উল্লাহ ৩য় স্থান লাভ করেছে । সে প্রখ্যাত হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত দনিয়া যাত্রাবাড়ীস্থ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। ইরানের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন। উক্ত মাদরাসার একজন হাফেজ গত বছরও দুবাইয়ে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১০৩ টি দেশকে হারিয়ে ৬০ লক্ষ টাকা পুরস্কার, আন্তর্জাতিক সনদ ও দুবাইয়ের শাসক শেখ আহমাদ বিন রাশেদ আল মাখতুম এর কাছ থেকে সম্মাননা গ্রহণ নিয়ে বিশ্বকে পরাজিত করে বাংলাদেশের জন্য একটি গৌরবময় ইতিহাস সৃষ্টি করেছিল।