গভীর দুঃখ প্রকাশ করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
তিনি গতকাল মঙ্গলবার টুইটারে দেয়া এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি জনসন বলেছেন, ব্রিটেন এ সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। একই সঙ্গে লন্ডন ইউরোপের অন্য দুই শক্তি জার্মানি ও ফ্রান্স এবং বিশ্বের অন্য পক্ষগুলোর সঙ্গে কাজ করবে বলে জানান। তিনি বলেন, আমেরিকার সিদ্ধান্তের বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য তার দেশ অপেক্ষা করছে। ব্রিটেন এসব কথা বললেও সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি সমর্থন দিয়েছে।
গতকাল বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার আগে জনসন আমেরিকা সফর করেন এবং ট্রাম্পকে এ সমঝোতা বাতিল না করার পরামর্শ দেন। তিনি ট্রাম্পকে বলেছেন, আন্তর্জাতিক এ সমঝোতা থেকে বের হয়ো যাওয়া হবে বড় রকমের ভুল। তিনি আরো বলেছেন, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেলে একমাত্র ইরানই লাভবান হবে। -পার্স টুডে