তথ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর নিন্দা
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর লন্ডনে দুর্বৃত্তদের হামলার জন্য জামায়াতকে দায়ী করে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ নেতা মুহাম্মাদ নাসিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর শাহবাগের মঞ্চের ব্লগারদের হত্যার ঘটনার সাথে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার যে মিথ্যা অভিযোগ করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। গতকাল এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, জামায়াত-শিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা মুহাম্মাদ নাসিম ও স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর যে বক্তব্য দিয়েছেন তার কোনো ভিত্তি নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তারা জামায়াত-শিবিরকে দায়ী করে মিথ্যা বক্তব্য দিয়েছেন। এ সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কারো কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর ১০ সেপ্টেম্বর তথাকথিত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করে গণজাগরণ মঞ্চের সহযোদ্ধা ও ব্লগারদের হত্যার ঘটনার সাথে জামায়াত-শিবিরের সম্পৃক্ত থাকার যে অভিযোগ করেছেন তা একেবারে ডাহা মিথ্যা। এ সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ অন্যায়ভাবে জামায়াত-শিবিরকে দায়ী করে মিথ্যা বক্তব্য দিয়েছেন। আমরা পরিষ্কারভাবে জানাতে চাই যে, তদন্তেই প্রমাণিত হয়েছে যে, ব্লগার রাজিব হত্যাসহ কোনো হত্যাকাণ্ড ও হামলার সাথেই জামায়াত-শিবিরের কারো কোনো সম্পর্ক নেই। বিজ্ঞপ্তি।