পরাজয় মেনে নিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

nazibমালয়েশিয়ার জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোটের কাছে পরাজয় বরণের কথা মেনে নিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
বুধবারের নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতান হারপান সংসদের ২২২ আসনের মধ্যে ১২২টি জয় পেয়েছে। অন্যদিকে নাজিবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল পেয়েছে ৭৯টি আসন। এ ছাড়া ইসলামি দল পেয়েছে ১৮টি আসন। বাকি তিনটি আসন পেয়েছেন অন্যরা।
বৃহস্পতিবার নাজিব বলেন, আমি জনগণের রায় মেনে নিয়েছি।
এ ছাড়া তিনি উল্লেখ করেন, নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কে প্রধানমন্ত্রী হবেন তা নির্ধারণ করবেন মালয়েশিয়ার রাজা।
তবে বিজয়ী জোট পাকাতান হারাপান বলছে, ৯২ বছরের ড. মাহাথির মোহাম্মদই মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। আর উপপ্রধানমন্ত্রী হবেন মাহাথিরের এক সময়ে সহযোগী ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহধর্মিণী ও পিকেআর দলের প্রধান ডা. আজিজাহ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button