সংলাপের পরিবেশ তৈরি না হওয়ায় ব্রিটিশ প্রতিনিধিদলের উদ্বেগ
দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে এখনো সংলাপের পরিবেশ তৈরি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সফররত ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল। বৈঠকে বিএনপি চেয়ারপারসন বলেন, তার দল আলোচনায় বসতে রাজি। কিন্তু সরকার তাতে সাড়া দিচ্ছে না। শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের তার গুলশান বাসভবনে সঙ্গে রুশনারা আলীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করে। বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রুশনারা আলী সাংবাদিকদের বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর মধ্যে সমঝোতা হওয়া প্রয়োজন। তিনি বলেন, ব্রিটিশ সরকার চায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন রুশনারা আলী। দেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শ্রমিক নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। রানা প্লাজার পুনরাবৃত্তি যেন না ঘটে, তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, ব্রিটিশ সংসদীয় দল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কথা বলেছে। বিএনপি সব সময় সংলাপের জন্য প্রস্তুত। এ বিষয়ে বিএনপির অবস্থান তাদের কাছে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, সংলাপের পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের। সরকার এখনো সেই পরিবেশ সৃষ্টি করতে পারেনি। আজ পরিবেশ সৃষ্টি হলে কালই আমরা সংলাপে বসতে পারি। বৈঠকে প্রতিনিধি দলের অন্যদের মধ্যে এনি মেইন, নিক ডি বইস, সাইমন ডাংজাক, জনাথান রিওনল্ডস, শাবানা মাহামুদ ছাড়াও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।