দিল্লি গণধর্ষণ মামলা : চার আসামির ফাঁসি
ভারতের রাজধানী নয়া দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় চার আসামিকে ফাঁসি দিয়েছে আদালত। শুক্রবার দিল্লির একটি বিশেষ আদালত এই রায় দেয়। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পাওয়ান গুপ্ত ও মুকেশ সিং। দিল্লিতে রায় ঘোষণাকালে বিচারক যোগেশ খান্না বলেন, ছাত্রীটিকে চরমভাবে নির্যাতন করা হয়েছিল। এটা বিরল ঘটনারগুলোর মধ্যেও বিরল। রায় ঘোষণার পর ছাত্রীটির মা-বাবা জানান, তারা এই রায়ে খুশি। আসামিপক্ষের আইনজীবীরা অবশ্য আগেই বলেছিলেন, তারা যে রায়ই হোক না কেন, তারা এর বিরুদ্ধে আপিল করবেন। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর নয়া দিল্লিতে গণধর্ষণের শিকার হন ২৩ বছর বয়স্কা মেডিক্যাল ছাত্রী। পরে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। ওই ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনার খলনায়ক গত মার্চে কারাগারে আত্মহত্যা করে। আরেক আসামির বয়স ঘটনার সময় ১৭ হওয়ায় তাকে শিশু গণ করে তিন বছরের সংশোধনমূলক সাজা দেয়া হয়।