মিসরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে আলজাজিরা
মিসরের সেনাসমর্থিত সরকারের সাংবাদিকদের অব্যাহত হয়রানি ও ভীতিপ্রদর্শনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। গণমাধ্যমটি জানায়, গত জুলাইয়ে দেশটির প্রেসিডেন্ট মুরসিকে সেনাঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করার পর থেকে তাদের প্রচুর সাংবাদিককে কোনো ধরনের অভিযোগ ছাড়াই কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে গ্রেফতার করা হয়। আলজাজিরার অফিসে অভিযান চালানো হয়েছে, বন্ধ করে দেয়া হয়েছে, যন্ত্রপাতি জব্দ করা হয়েছে, সংবাদদাতাদের দেশে ফেরত পাঠানো হয়েছে এবং সামরিক বাহিনীর স্থাপনা থেকে সঙ্কেত পাঠিয়ে ট্রান্সমিশন জ্যাম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে আলজাজিরা জানায়, সাংবাদিকদের সুরক্ষা এবং মিসর থেকে রিপোর্ট করার অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক আদালতে ও জাতিসঙ্ঘে ব্যবস্থা নেয়ার জন্য লন্ডনভিত্তিক কার্টার-রাক আইনজীবীদের নিয়োগ দেয়া হয়েছে। গণমাধ্যমটির এক মুখপাত্র বলেন, আলজাজিরা এই পরিস্থিতি চলতে দিতে পারে না। এ ধরনের পরিস্থিতিতে সাংবাদিকদের স্বাধীনভাবে রিপোর্ট করার অধিকার রক্ষা করা হয়েছে আন্তর্জাতিক আইনে এবং তা আবার নিশ্চিত করা হয়েছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ১৭৩৮ (২০০৬) নম্বর প্রস্তাবে। কিন্তু মিসরের নতুন সরকার এই মৌলিক অধিকারের প্রতি অসম্মান দেখিয়েছে এবং মনে হচ্ছে নিজেদের নিয়ন্ত্রিত মিডিয়ার সংবাদ শুনতে বাধ্য করার জন্য সব নিরপেক্ষ সাংবাদিকতা থামিয়ে দিতে বদ্ধপরিকর।