সামরিক বাহিনী ছাড়ছেন যুবরাজ উইলিয়াম
সামরিক বাহিনীর চাকরি ছাড়ছেন বৃটিশ যুবরাজ উইলিয়াম। বৃহস্পতিবার কেনসিংটন রাজপ্রাসাদের বরাত দিয়ে বিবিসি এই খবর জানায়। সাত বছর সামরিক বাহিনীতে চাকরির পর গত মঙ্গলবার তিনি তার শেষ দায়িত্ব পালন করেন। সর্বশেষ উদ্ধারকারী পাইলটের দায়িত্ব পালন করেন উইলিয়াম। স্ত্রী কেট মিডলটন ও সন্তান জর্জকে নিয়ে খুব শিগগিরই কেনসিংটন প্রাসাদে উঠবেন উইলিয়াম। সামরিক বাহিনীর চাকরি ছাড়ার আগে প্রায় এক বছর মধ্যবর্তী সময় পার করবেন তিনি। এই সময়টি রাজকার্যে ব্যয় করবেন।