চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে রোজা শুরু বৃহস্পতিবার
সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার ১৭ মে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে।
মঙ্গলবার রাতে সৌদি বাদশার উপদেষ্টা তুর্কি আল শেইখ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন চাঁদ দেখা না যাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
আজ মঙ্গলবার ১৫ মে সৌদি আরবের আকাশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হলো। সে হিসেবে বৃহস্পতিবার থেকে রমজান মাসের তারিখ গণনা শুরু হবে।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও ১৭ মে থেকে রোজা শুরু হবে।
হিজরি সালে রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করা হয় ঈদুল ফিতর।
কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশন্স (কেয়ার) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ২ হাজার ৪০০ মসজিদ রয়েছে। সবগুলোতেই তারাবি নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, রমজান উপলক্ষে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কসের রেস্তোরাঁগুলোতে ইফতারির বিশেষ আয়োজন চলছে।