ব্রিটিশ প্রধানমন্ত্রী স্কুলবালকের মতো ভুল করেছেন !
এক সময়ের পরাক্রমশালী রাষ্ট্র। যে রাষ্ট্রটির অধীনে ছিল বর্তমান পরাশক্তি আমেরিকাও। কিন্তু সেই ব্রিটেন নামের রাষ্ট্রপ্রধানের আচরণ নাকি স্কুল বালকের মতো! দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সয়েস হল্যান্ডে।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর পক্ষে ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। কিন্তু বিধি বাম। পার্লামেন্টের ভোটাভুটিতে তিনি হেরে যান। ফলে যুক্তরাষ্ট্রকে ক্যামেরনের সামরিক সহযোগিতার আকাঙ্খা ভেস্তে যায়। আর এতেই আপত্তি ফ্রান্সের প্রেসিডেন্টের। তিনি বলেন, ক্যামেরনের বোঝা উচিত ছিল যে পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা নেই এবং তিনি প্রভাবিতও করতে পারবেন না। অথচ তিনি মনে করেছিলেন, তিনি খুবই শক্তিশালী। ভোটাভুটিতে হারায় তার দুর্বলতা প্রকাশ পেয়েছে যা ব্রিটেনের মতো রাষ্ট্রের জন্য ভাল নয়। এতে তার আচরণ অনেকটা স্কুল বালকের মতো মনে হয়েছে! দেশটির কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হল্যান্ডে একথা বলেন।