রাজকীয় বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন
শনিবার ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের রাজকীয় বিয়ে। ইতিমধ্যে বিয়ের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। লন্ডন শহরজুড়ে চলছে শেষ মুহূর্তের মহড়ার কাজ। প্রায় আড়াইশ’ সেনাবাহিনী সদস্য থাকবেন বিয়ের র্যালিতে।
বৃহস্পতিবার নিজেদের জীবনের বড় দিনটিকে উদযাপনের জন্য উইন্ডসর প্রাসাদে চলে আসেন হ্যারি-মার্কেল জুটি।
হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনসহ রাজকীয় পরিবারের অন্যান্য সদস্যরাও বিয়ে উপলক্ষে প্রাসাদে চলে এসেছেন।
প্রিন্স হ্যারির পক্ষ থেকে বিয়েতে থাকবেন ব্রিটেনের রাণী ও রাজপরিবারের সব সদস্য। অন্যদিকে মার্কেলের সাথে থাকবেন তার মা ডোরিয়া র্যাগল্যাণ্ড। তবে অসুস্থতার কারণে বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না তার বাবা।
এদিকে রাজকীয় বিয়ের অন্যতম আকর্ষণ কেকের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। এর বেকার ক্লেইরে পাক বলেন, ‘কেকটি বিশেষভাবে সম্পূর্ণ ভিন্ন ভঙ্গিতে উপস্থাপন করা হবে।’ বাকিংহাম প্রাসাদের রান্নাঘরে পাঁচদিন ধরে ছয়জনের সাহায্যে কেকটি বানাচ্ছেন তিনি।
কেকটি দিয়ে শনিবার বিকালে প্রাসাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৬০০ অতিথিকে আপ্যায়ন করা হবে।
মার্কিন অভিনেত্রী মার্কেলের সঙ্গে ২০১৭ সালের নভেম্বরের শুরুতেই বাগদান হয় প্রিন্সেস ডায়নার ছোট ছেলে ও ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী প্রিন্স হ্যারির।
২০১৬ সালের জুলাইয়ে এ জুটির পরিচয় হয়। বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে।
মার্কিন অভিনেত্রীর এর আগে একবার বিয়ে হয়েছিল। ৩৩ বছর বয়সী হ্যারির চেয়ে মার্কেল তিন বছরের বড়।