পুতিন যখন ট্রাক ড্রাইভার…
এবার ট্রাক চালালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজে ট্রাক চালিয়ে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগ সেতু উদ্বোধন করেছেন তিনি। বিতর্কিত এই সেতুর মধ্য দিয়ে রাশিয়ার দক্ষিণে ক্রাসনদার অঞ্চলের সঙ্গে ক্রিমিয়ার কেরচ নগরীর সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে। তৈরি হওয়া এই সেতুর মাধ্যমে ক্রিমিয়ার সমুদ্র পথে পরিবহনের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে। ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি বুধবার উদ্বোধন করেন পুতিন। সেতুটি নির্মাণে ৩ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মেয়াদের ৬ মাস আগেই ব্রিজটি উদ্বোধন করা হল। ২০১৮ সালের শেষ নাগাদ সেতুর ওপর দিয়ে চলে যাওয়া রাস্তার কাজ পুরোপুরি হবে। আর সেতুটির রেলপথের কাজ ২০১৯ সালে শেষ হবে বলে জানিয়েছে ক্রেমলিন।