যুক্তরাষ্ট্রে ১শ’৩৮ দিনে ১০১টি বন্দুক হামলা

Armsযুক্তরাষ্ট্রে ২০১৮ সালের পাঁচ মাস এখনও পূর্ণ হয়নি। পেরিয়েছে মাত্র ১৩৮ দিন। এর মধ্যেই দেশটিতে ১০১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আর গত ৮ দিনের মধ্যে এই সংখ্যা ৩টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এখন স্বীকার বলছেন, প্রকাশ্যে গুলি চালানোর ঘটনাগুলো বেশি ঘটে যাচ্ছে। বিগত কয়েক বছরেই যুক্তরাষ্ট্রে অনেক গুলির ঘটনা ঘটছে। প্রত্যেকবার বন্দুক হামলায় প্রাণহানির ঘটনার পর সামনে আসে দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিষয়টি। বন্দুক হামলার ঘটনা বেড়ে যাওয়ার কারণ হিসেবে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতাকে দায়ী করা হয়। সর্বশেষ শুক্রবার টেক্সাসে ১৭ বছর বয়সী এক তরুণের গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত ৯ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষক। ঘটনার পরই ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাবার কাছ থেকে শটগান ও রিভলবার নিয়ে স্কুলে আসে সে। অস্ত্র বহনে আইনি অনুমতি ছিল তার বাবার। এই ঘটনায় আবারও সামনে এসেছে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি। এর আগে গত মার্চে ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ জনের প্রাণহানির পর যুক্তরাষ্ট্রজুড়ে জোরালো হয়েছিল অস্ত্র নিয়ন্ত্রণের দাবি। এই দাবিতে ক্যালিফোর্নিয়ার স্কুল শিক্ষার্থীদের আয়োজনে রাজপথে নামে কয়েক হাজার সাধারণ মানুষ।
সমালোচকদের দাবি, লবিস্ট গ্রুপের জোরালো প্রচেষ্টার কারণে বারবার থেমে যায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার প্রচেষ্টা। এরপর আইন কিছুটা পরিবর্তন করতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। অস্ত্র কেনার ক্ষেত্রে আবেদনকারীর জীবনবৃত্তান্ত যাছাইয়ের আওতা বৃদ্ধি, বয়স সীমা বৃদ্ধি এবং আদালতের অনুমতি ছাড়াই পুলিশকে সন্দেহভাজনের অস্ত্র বাজেয়াপ্তের ক্ষমতা দিয়ে অস্ত্র আইন সংশোধনের পরিকল্পনার বিস্তারিত জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button