মাসিক মোবাইল বিলও সরকার থেকে দেয়া হবে
মোবাইল কিনতে ৭৫ হাজার টাকা পাবেন মন্ত্রী-সচিবরা
মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা পাবেন মন্ত্রী ও সচিবরা। এছাড়া তাদের মাসিক মোবাইল বিলও সরকার থেকে দেয়া হবে।
মন্ত্রিপরিষদের অনুমোদিত একটি খসড়া নীতি অনুযায়ী পূর্বের মোবাইল কেনার খরচ থেকে পাঁচগুণ বাড়ানো হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছরের দ্বাদশ মন্ত্রিপরিষদ সভায় ‘সরকারি টেলিফোন, সেলুলার এবং ইন্টারনেট নীতি ২০১৮’ এর খসড়াটি অনুমোদন করে ২০০৪ সালের বিদ্যমান নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি জানান, খসড়া নীতিমালা অনুযায়ী- মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সকল সচিব ও ভারপ্রাপ্ত সচিবরা একটি মোবাইল ফোন সেট কিনতে ১৫ হাজার টাকার পরিবর্তে ৭৫ হাজার টাকা পাবেন। অ্যান্ড্রয়েড মোবাইল সেটের বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখেই বরাদ্দ বাড়ানো হয়েছে।
বিদ্যমান নীতি অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবদের মোবাইল ফোনের বিল পরিশোধের কোনো বরাদ্দ নেই।
তিনি আরো জানান, খসড়া নীতি অনুযায়ী যুগ্ম সচিবদের মোবাইল বিল মাসিক ৬০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে তারা মোবাইল ফোন কেনার জন্য টাকা বরাদ্দ পাবেন না।
এছাড়া মন্ত্রিপরিষদ খসড়া নীতিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের টেলিফোন এবং মোবাইল সুবিধাদি অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেয়।
মন্ত্রিপরিষদ সভায় ‘হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিল ২০১৮’ এর খসড়া অনুমোদন করা হয়। -ইউএনবি