ফের ৩০ দিনের রিমান্ডে মুরসি
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে জিজ্ঞাসাবাদের জন্য আরো ৩০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। ২০১১ সালে সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের আন্দোলনের সময় কারাগার থেকে পলায়নের অভিযোগে তাকে আরো ৩০ দিন পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া কারাগারে হামলা চালিয়ে কয়েদিদের মুক্ত করা, ফিলিস্তিনের রাজনৈতিক দল হামাসের সঙ্গে আতাত এবং বিচারকদের অবমাননা করার অভিযোগও রয়েছে মুরসির বিরুদ্ধে।
২০১১ সালে আরব বসন্তের সময় মুরসি এবং মুসলিম ব্রাদারহুডের অর্ধশতাধিক নেতা কারাগার ভেঙে পালাতে সক্ষম হয়। এ ঘটনায় ফিলিস্তিনের রাজনৈতিক দল হামাস এবং লেবাননের জঙ্গি সংগঠন হেজবুল্লাহর কাছ থেকে মুরসি মদদ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত ৩ জুলাই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ৬২ বছর বয়সী মুরসিকে উৎখাত করা হয়। তারপর থেকেই তাকে অজ্ঞাত স্থানে আটক রাখা হয়েছে।