প্রতিদিন জমজমের পানির ১০০টি নমুনা পরীক্ষা!
সারা বিশ্বে মুসলিমদের কাছে পবিত্র জমজমের পানি। রমজান মাস উপলক্ষে প্রতিদিন জমজমের পানির ১০০টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। দর্শনার্থী ও হাজীরা মক্কার পবিত্র মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় করতে এসে জমজমের পানি পান করেন। তাদের পানের জন্য এ পানি নিরাপদ এবং জীবাণুমুক্ত কি না- তা নিশ্চিত করতেই প্রতিদিন এ পরীক্ষা করা হচ্ছে। যেসব জায়গায় জমজমের পানি পাওয়া যায় সব জায়গা থেকে এসব নমুনা সংগ্রহ করা হচ্ছে। মক্কায় ৬৬০টি স্থানে জমজমের পানি পানের ব্যবস্থা আছে।