সিরিয় বিদ্রোহীদের সমর্থন বাড়ান : ওলাঁদ
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জোর দিয়ে বলেছেন, সিরিয় বিদ্রোহীদের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ানো উচিত ‘যাতে তারা সিরিয় সরকারী হামলা প্রতিহত করতে সমর্থ হয়’। গতকাল শুক্রবার প্যারিসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।আর যাতে রাসায়নিক অস্ত্র হামলা না করতে পারে এবং সিরিয়ার সমস্যা দূরীকরণে রাজনৈতিক সমাধানের আলোচনায় বসতে রাজি হয় তার জন্য বাশার আল-আসাদের শাসনের বিপক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেবার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ওলাঁদ ও তার প্রধান আরব মিত্ররা যাতে সব ধর্ম-বর্ণের মানুষদের নিরাপত্তা এবং অধিকার সুনিশ্চিত হয় এমন এক ঐক্যবদ্ধ ও স্বাধীন সিরিয়া গঠনে সাহায্য করার অঙ্গীকার করেন। প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া।ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্স, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সিরিয়ার সমস্যা নিরসনে আলোচনায় বসার জন্য সোমবার প্যারিসে আহ্বান করেছিলো।