ইসরাইলি নৃশংসতার প্রাথমিক তদন্ত চলছে

israelফিলিস্তিনিদের ভূমিতে ইসরাইলি বসতি স্থাপন এবং দেশটির বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের জন্য ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
মঙ্গলবার নেদারল্যান্ড ভিত্তিক আইসিসির প্রধান প্রসিকিউটর ফাতৌ বেনসুদা বলেন, ‘২০১৫ সালের ১৬ জানুয়ারি থেকে প্যালেস্টাইনের পরিস্থিতি একটি প্রাথমিক পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি তদন্তের মানদন্ড পূরণ করেছে কিনা তা যাচাই করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এই প্রাথমিক পরীক্ষা গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা হচ্ছে এবং আইসিসি তার স্বাভাবিক গতি অব্যাহতভাবে অনুসরণ করবে।’
বেনসুডা জানান, তার সংস্থা স্বাধীনভাবে প্রাপ্ত সমস্ত তথ্য যথাযথভাবে মূল্যায়ন এবং বিশ্লেষণ করে। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও রাষ্ট্রীয় আগ্রাসনের অপরাধ বিষয়ে সংস্থাটি তদন্ত করে থাকে।
গত সোমবার ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে গাজায় কমপক্ষে ৫৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর ইসরাইলি বাহিনী গুলি চালায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button