বিশ্বের সবচেয়ে দূষিত ১৪ শহর এক দেশেই!
বিশ্বের সবচেয়ে দূষিত ১৪টি শহরের সবকয়টি একটি দেশের। আর সেই দেশটি হলো ভারত। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এ তালিকার সবার উপরে আছে কানপুর। রাজধানী দিল্লী ও আগ্রা, জয়পুর, লখনৌর মত বিখ্যাত শহরও আছে এ তালিকায়। দূষিত এই শহরগুলোতে মানুষ বায়ু দূষণ থেকে বাঁচার জন্যে মাস্ক ব্যবহার করছে বেশ কয়েক বছর ধরেই।
সংস্থাটির ২০১০ থেকে ২০১৬ হিসাব মতে কানপুরের বাতাসে ১৭৩ মাইক্রোগ্রাম ধূলিকণা পাওয়া গেছে। ধূলিকণার নিরাপদ মানদ- থেকে যার পরিমাণ ১০ গুন বেশি।
দুঃখজনক হলেও ভারতীয়দের এমন করুণ পরিস্থিতির মধ্যে বসবাস করতে হচ্ছে। মাস্ক ব্যবহার করেও তাদের সুবিধা হচ্ছে না। প্রতিনিয়ত তাদের সঙ্গী হচ্ছে দূষণজনিত নানা রোগ।