ব্রেক্সিট শঙ্কা

ব্রিটিশদের জার্মান নাগরিকত্ব গ্রহণের হিড়িক

Passport UKব্রেক্সিটের ফলে আগামী বছর ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের আশঙ্কায় সে দেশের নাগরিকদের জার্মান নাগরিকত্ব গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে। গতকাল জার্মানির ফেডারেল স্ট্যাটিসটিকস অফিস জানায়, গত বছর এ হার ১৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর প্রায় ৭ হাজার ৫০০ ব্রিটিশ জার্মান নাগরিকত্ব গ্রহণ করে। এ হার ছিল ২০১৬ সালের তুলনায় ৩৬১ শতাংশ বেশি। এর ফলে গত দুই বছরে ব্রিটিশদের জার্মান নাগরিকত্ব গ্রহণের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার ৪০০। এ সংখ্যা আগের ১৫ বছর, অর্থাৎ ২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত যত সংখ্যক ব্রিটিশ জার্মান নাগরিকত্ব গ্রহণ করেছিল, তার দ্বিগুণেরও বেশি। জার্মান দপ্তরটি জানায়, ব্রেক্সিটের নারণেই নাগরিকত্ব গ্রহণের ঘটনা ঘটছে। গত বছর সর্বোচ্চসংখ্যক ১৫ হাজার তুর্কিকে জার্মানির নাগরিকত্ব দেয়া হয় আর ব্রিটিশরা ছিল এ তালিকায় দ্বিতীয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button