ইরানী এয়ারলাইন্সকে আমেরিকার নিষেধাজ্ঞা
মার্কিন সরকার ইরানের চারটি বেসরকারি বিমান পরিবহন সংস্থাকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রসদ সরবরাহ করার কারণে এসব এয়ারলাইন্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জন্য রসদ সরবরাহ করার কারণে এসব এয়ারলাইন্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। মাহান এয়ার, কাস্পিয়ান এয়ারলাইন্স, মেরাজ এয়ার ও পুইয়া এয়ারকে লক্ষ্য করে বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ওই চার এয়ারলাইন্স পরিচালনাকারী নয় ইরানি ও তুর্কি নাগরিক এবং কোম্পানিকে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করেছে, কাস্পিয়ান এয়ারলাইন ও পুইয়া এয়ার সিরিয়া ও লেবাননে অস্ত্র, সৈন্য ও অর্থ নিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে এক ঘোষণায় ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেয়ার পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।