ইসলামকে সন্ত্রাসবাদের সাথে গুলিয়ে ফেলা ‘বোকামি’
ইসলামকে সন্ত্রাসবাদের সাথে গুলিয়ে ফেলা নিতান্তই ‘বোকামি’ বলে দাবি করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্ম গুরু পোপ ফ্রান্সিস। ইসলামের সাথে সন্ত্রাসী কার্যক্রমের সম্পর্ক আছে এমন সব অভিযোগ তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। ইসলামী আদর্শের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগকে বোকামি পূর্ণ মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছেন বলে জানায় ভ্যাটিক্যান ভিত্তিক গণমাধ্যম ‘লাস্টাম্পা’। ইতালির একটি স্থানীয় সংবাদমাধ্যম ‘ইকো অব বার্গামো’কে দেয়া এক স্বাক্ষাতকারে পোপ ফ্রান্সিস জানান, ‘সরকার পরিবর্তন করা চার্চের কাজ নয় তবে সরকারের শাসননীতি কেমন হবে তা চার্চই নির্ধারণ করেদিবে। তাই চার্চ শাসকদের চিন্তা ও শাসন কার্যে যুক্তি তৈরি করার কাজ করে যেন, তাদের কাজগুলোতে কোনরকম প্রশ্ন না ওঠে।’
তিনি আরো বলেন, অনেকেই ইসলামকে সন্ত্রাসের সাথে তুলনা করছেন। এটি অগ্রহযোগ্য কারণ কোন ধর্মই তার অনুসারিদের সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করেনা। ২৪ মে প্রকাশিত ইকো অব বার্গামোর পরিচালককে দেয়া স্বাক্ষাতকারটিতে পোপ ফ্রান্সিসের কথাগুলো প্রকাশ পেয়েছে। তিনি সেইন্ট জন-২৩ এর স্বরণসভায় যোগ দিয়ে মন্তব্যগুলো করেন বলে সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়। জন-২৩ ভ্যাটিক্যান সিটির সাবেক পরিচালক ও চার্চের প্রধান পোপ ছিলেন।