নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছেন ইমরান খান

Imran Khanপাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খান রোববার আসন্ন ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে দেশের ‘দুর্নীতিবাজ’ শাসকদের পতন ঘটানোর শপথ নেন।
দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের রায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ক্ষমতাচ্যুত ও পরে আজীবন রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর থেকে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েই যাচ্ছে। আসন্ন নির্বাচন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।
এক সময়ের বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার ইমরান এবারের নির্বাচনে তার বহুদিনের প্রধানমন্ত্রী হওয়ার লালিত স্বপ্ন পূরণ হবে বলে আশা করছেন।
তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এস) এর প্রধান প্রতিদ্বন্দ্বী। শরীফ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত দলটির প্রধান ছিলেন।
আসন্ন নির্বাচনে পিএমএল-এস কে হারাতে পারবেন বলে পিটিআই নেতৃবৃন্দ আত্মবিশ্বাসী।
রোববার পার্টির পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে, ‘ দেশবাসী এখন একটি নতুন পাকিস্তানের স্বপ্ন দেখতে পারে। যে পাকিস্তানকে দুর্নীতিবাজ শাসকরা পরিচালনা করবে না।’
আরেকটি টুইটারে লেখা ছিল ‘মাফিয়ার খেলা শেষ’ এবং ‘পারলে আমাদের ঠেকাও।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button