গর্ভপাতের পক্ষে রায় আয়ারল্যান্ডে
আয়ারল্যান্ডের বেশির ভাগ জনগণ শুক্রবার অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে গর্ভপাতের পক্ষে সমর্থন দিয়েছেন। উল্লেখ্য, গর্ভপাতের পক্ষে ও বিপক্ষে এই দুই শিবিরে বিভক্ত হয়ে আছে গোটা দেশ।
তবে প্রায় ৭০ শতাংশ ভোটার মনে করেন, সংবিধানে গর্ভপাতবিষয়ক নিষেধাজ্ঞা সংশোধন করা উচিত। দেশটির প্রধানমন্ত্রী লিও ভারাদকারও এর সংশোধন চান। তিনি বলেন, ‘আমরা নতুন ইতিহাস গড়তে যাচ্ছি।’
আইরিশ সংবিধানের অষ্টম সংশোধনী অনুসারে গর্ভপাতে প্রায় নিষেধাজ্ঞাই জারি হয়েছে দেশটিতে। একাধিক ঘটনায় গর্ভপাতের প্রয়োজনীয়তা অনুভব করা গেলেও এখনো এ কাজ আয়ারল্যান্ডে বেআইনি। এর মধ্যে উল্লেখ করা যায় ১৯৯২ সালের একটি ঘটনা। ধর্ষণের শিকার এক নাবালিকা যে সংবাদমাধ্যমে ‘এক্স’ নামে পরিচিত, সে অন্ত:সত্ত্বা হয়ে পড়ায় আত্মহত্যা করে। তখনও প্রশ্ন ওঠে, গর্ভাবস্থা যদি মায়ের জীবনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়, তবে কেন গর্ভপাতের অনুমতি দেয়া যাবে না? -বিবিসি