বেলজিয়ামে বন্দুকধারীর হামলায় দুই পুলিশসহ নিহত ৪
বেলজিয়ামের পূর্বাঞ্চলের লিজে শহরে বন্দুকধারীর গুলিতে দুইজন নারী পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে এক পথচারী রয়েছেন। পরে গুলি চালিয়ে বন্দুকধারীকে হত্যা করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার এ গোলাগুলির ঘটনা ঘটেছে।
বেলজিয়ামের স্থানীয় দৈনিক লা লিব্রে বেলজিক পুলিশের বরাত দিয়ে বলেছে, হামলাকারীর সন্ত্রাসবাদের উদ্দেশ্য থাকতে পারে বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন।
লা লিব্রে বেলজিক পত্রিকাটি আরো বলেছে, ওই বন্দুকধারী এক নারীকে জিম্মি করে হামলা চালায়। বেলজিয়ামের ন্যাশনাল অ্যান্টি টেরোরিস্ট ক্রাইসিস সেন্টার এ ঘটনা পর্যবেক্ষণ করছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান জ্যাম্বোনে এক টুইট বার্তায় এ কথা জানান।
স্থানীয় পত্রিকার বরাতে এএফপি বলছে, গোলাগুলিতে পুলিশের আরো দুই কর্মকর্তা আহত হয়েছেন। লিজের সরকারি প্রসিকিউটরের কার্যালয়ের এক মুখপাত্র গুলিতে দুই পুলিশ কর্মকর্তার প্রাণহানির তথ্য নিশ্চিত করলেও অন্যদের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি।
বেলজিয়ামের সংবাদমাধ্যম আরটিবিএফ বলছে, ওই বন্দুকধারী মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এরপর বেশ কিছুদিন ছিলেন। কারাগারেই তিনি সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।