সউদি সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলা, বহু হতাহত
সউদি আরবের এক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর আগে এক পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র নিজের দখলে নেয় বন্দুকধারী। আল-জাজিরার দাবি, সেনাঘাঁটিতে হামলায় বেশ কয়েকজন সেনা-কর্মকর্তা আহত হয়েছেন। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।
টুইটার থেকে সংগৃহীত ছবিআল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুইজন বন্দুকধারী তাইফের ন্যাশনাল গার্ড ফ্যাসালিটি নামের ওই সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। মক্কা থেকে ওই ঘাঁটির দূরত্ব ৭০ কিলোমিটার। সউদি সংবাদমাধ্যম সাবাক-এর বৃহস্পতিবারের এক প্রতিবেদনকে উদ্ধৃত করে আল-জাজিরা জানিয়েছে, একজন পুলিশ সদস্যকে হত্যা ও তার অস্ত্র ও গাড়ি কেড়ে নিয়ে ঘাঁটিতে প্রবেশ করে।
সাবাককে সেনাসূত্র জানিয়েছে, ‘তিনি (পুলিশের ডেপুটি সার্জেন্ট আব্দুল্লাহ মাশহারি আল কুরাইশি) সেনাঘাঁটি লাগোয়া রাস্তার যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। সে সময় তাকে ছুরিকাঘাতে আহত করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়’।
সাবাক জানিয়েছে, সেনাঘাঁটির ওই হামলায় বহু সেনা সদস্যের পাশাপাশি হামলাকারীদের একজনও আহত হয়েছে। অপর হামলাকারী পালিয়ে গেছে। সামাজিক মাধ্যমে হামলার সময়কার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বন্দুকবাজির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।