প্লাস্টিক ব্যবহারে ইইউর নিষেধাজ্ঞা প্রস্তাব
শুধু একবার ব্যবহার হয় প্লাস্টিকের তৈরি এমন পণ্যের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন। দুদিন আগে এ সংক্রান্ত বিধিনিষেধের খসড়াও তুলে ধরা হয়েছে। কার্যকর হতে হলে ইইউ’র ২৮ সদস্যরাষ্ট্র ও ইউরোপীয় পার্লামেন্টকে এই খসড়া অনুমোদন করতে হবে।
প্রস্তাবিত খসড়ায় একবার ব্যবহারের জন্য প্লাস্টিক দিয়ে তৈরি প্লেট, চামচ, কাপ, তরল পানীয় পানের স্ট্র, বেলুনের স্টিক, কান পরিষ্কার করার ‘কটন বাড’র ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। তবে এক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। নবায়নযোগ্য উপকরণ দিয়ে এসব পণ্য তৈরি করতে হবে বলেও খসড়ায় বলা হয়েছে। -ডয়চে ভেলে