নিকাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার
ব্রিটেনের সবচেয়ে বড় কলেজ অবশেষে মুসলমান শিক্ষার্থীদের বিরুদ্ধে নিকাব ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। হাজার হাজার মানুষ এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে লিখিত আবেদন জানানোর পর বার্মিংহাম মেট্রোপলিটন কলেজ কর্তৃপক্ষ শুক্রবার এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ফেসবুকে দেয়া এক বার্তায় কলেজ কর্তৃপক্ষ বলেছে, কলেজের নীতিতে পরিবর্তন এনে তারা ছাত্রীদের তাদের সাংস্কৃতিক মূল্যবোধ অনুসারে বিশেষ কাপড় পরার অনুমতি দেবে। এর আগে এক বার্তায় কলেজের পক্ষ থেকে বলা হয়েছিল, সব শিক্ষার্থীর মুখমণ্ডল সব সময় দৃশ্যমান নিশ্চিত করতে তাদের যে কোন ধরনের শিরস্ত্রান, হ্যাট, ক্যাপ এবং নিকাব পরিহার করতে হবে।