ফিলিস্তিনি নার্সকে গুলি করে হত্যা করল ইসরাইল

najjarঅবরুদ্ধ গাজা উপত্যকায় আহত বিক্ষোভকারীদের চিকিৎসা সেবা দেয়ার সময় গুলি করে একজন ফিলিস্তিনি নার্সকে নৃশংসভাবে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।
শুক্রবার গাজা উপত্যকা ও ইসরাইল সীমান্তে ইহুদিবাদীদের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় এ পাশবিক ঘটনা ঘটে।
নিহত ফিলিস্তিনি নার্সের নাম রাজান আশরাফ আল-নাজ্জার বলে ফিলিস্তিনি হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে। ২১ বছর বয়সি ওই নার্স গাজা শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত খান ইউনিসে আহত একজন ফিলিস্তিনিকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। গাজার সঙ্গে অধিকৃত ভূখণ্ডের সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনি জনতার ওপর ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে ওই ফিলিস্তিনি আহত হয়েছিলেন।
এ সময় বর্বর ইসরাইলি সেনারা আবার নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলে রাজান আশরাফ গুরুতর আহত হন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা আল-ইয়াওম জানিয়েছে।  হাসপাতালে নেয়ার পথে ওই ফিলিস্তিনি নার্স শহীদ হন। শুক্রবারের বিক্ষোভে রাজান আশরাফের শাহাদাত ছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১০০ ফিলিস্তিনি।
গত ৩০ মার্চ থেকে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার লক্ষ্যে ইসরাইল বিরোধী বিক্ষোভ দেখাচ্ছেন গাজার ফিলিস্তিনিরা। তখন থেকে এ পর্যন্ত ইহুদিবাদী সেনারা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ১২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের মধ্যে ১৪টি শিশু রয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন আরো ১৩,৩০০ জন যাদের মধ্যে ৩০০ জনের অবস্থা আশঙ্কাজনক। -পার্স টুডে

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button