জি-সেভেন অর্থমন্ত্রীদের বৈঠকে বিচ্ছিন্ন যুক্তরাষ্ট্র

g7নতুন বাণিজ্য কর ঘোষণা করার পর কানাডায় বিশ্বের উন্নত সাত দেশের সংগঠন জি-সেভেনের অর্থমন্ত্রীদের বৈঠকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন এমনুচিন। ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লি মাইরির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।
লি মাইরি বলেন, তিনি এমনুচিনকে বলবেন যে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর যুক্তরাষ্ট্রের কর আরোপ করার সিদ্ধান্ত ‘আইনত অগ্রহণযোগ্য, রাজনৈতিকভাবে অন্যায্য ও অথনৈতিকভাবে ভয়ংকর।’
তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা জি-সিক্স একসাথে চললেও যুক্তরাষ্ট্র একাই সবার বিরুদ্ধে চলছে। এতে অর্থনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ছে।’
যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও মেক্সিকোর কাছ থেকে ইস্পাত আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ কর আরোপ করবে। মাসজুড়ে কার্যকর ছাড় দেয়ার বিষয়টি শেষ করে দেশটি এই ঘোষণা দেয়।
লি মাইরি বলেন, আমাদের সবার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে আগের অবস্থানে ফিরিয়ে আনা।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসন তাদের করারোপকে বৈধতা দেয়ার জন্য কোনও সমঝোতা বিতর্কেই যেতে চাচ্ছে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button