এ কিউ খানের রাজনৈতিক দল বিলুপ্ত
পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী এ কিউ খান তার রাজনৈতিক দল তেহরিক-ই-তাহাফ্ফুজ পাকিস্তানকে বিলুপ্ত ঘোষণা করেছেন। গত শুক্রবার তিনি এ ঘোষণা দিয়ে এ কিউ খান বলেছেন, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার পরই তিনি রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন। এ-সংক্রান্ত নথিপত্র খুব শিগগিরই তিনি নির্বাচন কমিশনে জমা দেবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ছোট, বিচ্ছিন্ন কোন সংগঠন নিয়ে রাজনৈতিক দল গঠন করা ঠিক নয়। এখন থেকে যে দল সঠিক দিকে রয়েছে বলে তিনি মনে করবেন, সে দলকেই তিনি সমর্থন দেবেন বলে এ কিউ খান উল্লেখ করেন। দুর্নীতির বিরুদ্ধে অভিযান এবং তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সবেচতনতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে এ কিউ খান ২০১২ সালের জুলাই মাসে একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে তার দলের খায়বারপাখতুনখোয়া শাখা ৭০,০০০ নিবন্ধিত সদস্যের দাবি করেছিল। গত ১১ই মে’র নির্বাচনে তার দল জামায়ত-ই-ইসলামের সঙ্গে জোট বেঁধে ক্ষেপণাস্ত্র প্রতীক দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তার দলে পাকিস্তানের রাজনীতিতে কোন ধরনের প্রভাব সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।