গুয়াতেমালায় আগ্নেয়গিরি বিস্ফোরণে নিহত ২৫

fireগুয়াতেমালার ফিউজো আগ্নেয়গিরি বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত এবং প্রায় ৩শত মানুষ আহত হয়েছে।নিহতদের মধ্য ৩ শিশুও রয়েছে। ইতোমধ্যেই দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেস ক্যাবরেরা সেখানে জরুরি অবস্থা জারি করার সীদ্ধান্ত নিয়েছে বলে গার্ডিয়ানের খবরে বলা হয়।মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।
আগ্নেয়গিরিতে বিস্ফোরণের ফলে সৃষ্ট লাভা ও ছাই দেশটির রাজধানী গুয়াতেমালা সিটি পর্যন্ত পৌঁছে গেছে তাই সেখানে অবস্থিত ‘লা অরোরা বিমানবন্দরও বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের কাছে ছাই উড়ে আসতে থাকায় বহু ফ্লাইট বাতিল হয়েছে ও অনেক বিমান জরুরি অবতরণও করেছে। রাজধানী থেকে প্রায় ২৫মাইল দুরের এই আগ্নেয়গিরির আশপাশের এলাকার আকাশে শুধু কালো ধোঁয়া ও ছাই উড়তে দেখা গেছে।
গুয়াতেমালার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কনরেড জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে উত্থিত লাভা নদীর মত প্রবাহিত হয়ে এল রোদিও গ্রামে প্রবেশ বহু মানুষ হতাহত হয়েছে। ১৯৭৪ সালের পর থেকে এটি সবচেয়ে বড় অগ্নুৎপাত বলে স্থানীয় বিশেষজ্ঞরা জানিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button