মে মাসে তেল-গ্যাস বিক্রি ২৭ লাখ ব্যারেল
বাড়ছে ইরানি তেলের দাম
ইরানের অপরিশাধিত তেলের দাম বেড়েই চলেছে। ইরানের হাল্কা অপরিশোধিত তেল এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ৭৭ ডলার ছাড়িয়ে গেছে।
২৫ মে’র পর থেকে ইরানের হাল্কা অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বেড়েছে। ফলে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে ৭৭.০৩ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। শনিবার ইরানের তেল মন্ত্রণালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে একথা ঘোষণা করেছে।
ইরানি নতুন বছর শুরুর পর থেকে তেলের দাম ব্যারেলপ্রতি গড়ে ৬৭.৪১ ডলার ছিল। মে মাসে ইরান তিন লাখ ব্যারেল তরল গ্যাস এবং প্রায় ২৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি করেছে। মে মাসে গড়ে যে পরিমাণ তেল বিক্রি করার কথা ছিল তার চেয়ে বেশি বিক্রি হয়েছে। এর কারণ হচ্ছে অভ্যন্তরীণ তেল স্থাপনাগুলো মেরামত করা হয়েছে।