বিশ্ব জলবায়ু পরিবর্তনের তীব্র লক্ষণ

অস্বাভাবিক গরমে কাবু শীতপ্রধান উত্তর ইউরোপ

Hotবিশ্ব জলবায়ু পরিবর্তনের তীব্র লক্ষণ দেখা যাচ্ছে উত্তর ইউরোপের শীতপ্রধান দেশগুলোতে। নরওয়ে, ডেনমার্কের মতো দেশগুলোতে অস্বাভাবিক গরম পড়ছে। তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। ১৮৮৯ সালে ডেনমার্কে মে মাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর প্রায় ১৩০ বছরে এই তাপমাত্রা ছাড়ায়নি। চলতি বছরে মে মাসের গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। রৌদ্রোজ্বল দিনের জন্য এর মধ্যে রেকর্ড গড়ে ফেলেছে স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটি। টানা ৩৪৮ ঘণ্টা সূর্য দেখা গিয়েছে এখানে। ধারণা করা হচ্ছে রেকর্ড ৩৬০ ঘণ্টাও ছাড়াতে পারে। সাধারণত জুন মাস থেকে নরওয়েতে গ্রীষ্ম শুরু হয়, কিন্তু এ বছর মে মাসেই তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিম নরওয়ের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের তীরে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন হঠাৎ বদলে যাওয়া সূর্যের ছোঁয়া পেতে।
গত ৮০ বছর যাবৎ দুই মেরুর বরফ উল্লেখযোগ্য হারে গলছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রের পানির উচ্চতা। এমন পাল্টে যাওয়া আবহাওয়ার পেছনে বিশ্ব উষ্ণায়নই দায়ী কিনা তা নিয়ে গবেষণা চলছে। তবে এটা যে অন্যতম কারণ তা নিয়ে কারও কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button