বিশ্বকাপ ফুটবল রাশিয়ার অর্থনীতিতে যোগ করবে ৩১ বিলিয়ন ডলার!
এবারের বিশ্বকাপ ফুটবলে রাশিয়া খরচ করছে ১১ বিলিয়ন ডলার। তবে এ খরচ বেশকিছু নতুন স্টেডিয়াম ও অবকাঠামো নির্মাণের অতিরিক্ত। দেশটির ২ লাখ ২০ হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে বিশ্বকাপ ফুটবলে। রুশ অর্থনীতিতে টানা ১০ বছর বাড়তি গতি সৃষ্টি করবে এবারের বিশ্বকাপ ফুটবল। এমনকি বিশ্বকাপ ফুটবল রুশদের অতিরক্তি ব্যায়াম করতে উদ্বুদ্ধ করবে, মানুষ কম অসুস্থ হবেন এমন পুর্বাভাস দেওয়া হয়েছে। রাশিয়ায় পর্যটকদের ঢল নামবে এধরনের বড় ক্রীড়া আসরকে কেন্দ্র করেই।
বিশ্বকাপ ফুটবলে রাশিয়ার সামারা, সারানস্ক, নিঝনি নভোগোরোদ সহ যে ১১টি শহরে মিলন মেলা বসতে যাচ্ছে তাতে অন্তত ৫ লাখ ৭০ হাজার বিদেশি ও ৭ লাখ রুশ নাগরিক মাঠে যাবেন খেলা দেখতে। ক্রেডিট রেটিং এজেন্সি মুডি’র পর্যবেক্ষণে বলা হচ্ছে শুধু পর্যটন খাত চাঙ্গা নয় বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ যোগও ঘটবে। যা আর্থসামাজিক প্রেক্ষাপট পরিবর্তনে ভূমিকা রাখবে।
মুডি’র বিশ্লেষকরা আরো বলছেন, খাবার, হোটেল, টেলিকম ও যোগাযোগ খাত বিশ্বকাপ ফুটবলকে ঘিরে খুব সহজেই চাঙ্গা হয়ে উঠবে রাশিয়ায়। তবে এসবই নির্ভর করবে রাশিয়ার পুরো প্রস্তুতির উপর। অবকাঠোমো নির্মাণ ছাড়াও বিশ্বকাপ আয়োজনে ব্যবস্থাপনা, নিখুঁত নিরাপত্তার ওপর নির্ভর করছে মোট অর্থনৈতিক লাভের বিষয়টি।
২০১৪ সালে রাশিয়া সোচিতে যে শীতকালীন অলিম্পিক আয়োজনে ৫০ বিলিয়ন ডলার ব্যয়ের কথা বলেছিল সেই অভিজ্ঞতা এবারের বিশ্বকাপ ফুটবলে শুধু কাজ দেয়নি তা বরং দেশটিকে মর্যাদা ও আন্তর্জাতিক সুনাম পাইয়ে দিয়েছে। অবশ্য রাশিয়ার সরকার বিরোধীরা বলছেন, এ কর্মযজ্ঞকে ঘিরে বড় ধরনের অনিয়ম, দুর্নীতি ও অপচয় ঘটেছে। সোচির ওই আয়োজনে রাশিয়াকে বড় ধরনের রেল ও সড়ক পথ নির্মাণেও মনোযোগ দিতে হয়েছিল।