মুসলিমাদেরও বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা !
আগামী বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুধুমাত্র মুসলিম সুন্দরীদের প্রতিযোগিতা মুসলিমা ওয়ার্ল্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ অনুষ্ঠানের উদ্যোক্তা একা শান্তি বলেছেন, এটি মিস ওয়ার্ল্ডের বিপরীতে ইসলামের একটি তুলনীয় উদ্যোগ।
তার ভাষায়, মুসলিমা ওয়ার্ল্ডও একটি সুন্দরী প্রতিযোগিতা, কিন্তু এটি মিস ওয়ার্ল্ড থেকে অনেক আলাদা। এতে অংশ নিতে হলে প্রতিযোগীকে ধার্মিক হতে হবে। তাঁকে ইতিবাচক অনুকরণীয় ব্যক্তিত্বের পরিচয় দিতে হবে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা সমালোচনা চলছে। সেখানে মুসলিমা ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা কতটা সফলতা পাই তাই এখন দেখার বিষয়।