আমেরিকায় দ্রুত বিস্তৃত হচ্ছে ইসলাম
মার্কিন সমাজে নৈতিক অধ:পতন বাড়তে থাকায় সেখানে ইসলামের প্রতি আকর্ষণ ক্রমেই বাড়ছে। এর ফলে বাড়ছে মুসলমানের সংখ্যা। তেহরানে পবিত্র কুরআনের ২১তম আন্তর্জাতিক প্রদর্শনীর বিশেষ অতিথি মার্কিন নওমুসলিম নারী মিসেস গ্লেন্ডা ওরবিন এ কথা বলেন।
বিভিন্ন দিক থেকে আমেরিকার সমাজের অবনতিশীল অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘মার্কিন সমাজের নৈতিক অবস্থা দিন দিন শোচনীয় হচ্ছে। ফলে আরো বেশিসংখ্যক মার্কিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন।’
মিসেস ওরবিন বলেন, ‘আমেরিকায় পবিত্র ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ার উর্বর ক্ষেত্র বিরাজ করছে এবং এই ক্ষেত্র বা পরিবেশ ক্রমেই বিস্তৃত ও জোরদার হচ্ছে।’ ১৮ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণের কথা উল্লেখ করে গ্লেন্ডা ওরবিন বলেন, ‘মানুষের জীবনে সব দিকেই রয়েছে ইসলামের ভূমিকা।’