কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ডলি
কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের ডলি বেগম। স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচনে স্কারবোরো সাউথ ওয়েস্ট আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সদস্য হিসেবে তিনি নির্বাচিত হন।
মৌলভীবাজারের মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজন মিয়ার নাতনি ডলি বেগম বলেন, কানাডার মূলধারার রাজনৈতিক দল এনডিপি তাকে মনোনয়ন দিয়ে মূলত বাংলাদেশি কমিউনিটিকে স্বীকৃতি দিয়েছে।
তিনি বলেন, ‘আমার সামনের পথ অনেক কণ্টকাকীর্ণ। কিন্তু আমার অটুট মনোবল ও দৃঢ় বিশ্বাস, আপনারা যদি আমার পাশে দাঁড়ান এবং সমর্থন, সহযোগিতা ও পরামর্শ দেন তাহলে আমি অবশ্যই সফল হব।’
ডলি বেগম তার বিজয়ে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি নির্বাচিত হওয়ায় ডলিকে অভিন্দন জানিয়েছেন।