ইইউ ছাড়তে চায় ইতালি
ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পরিকল্পনা করছে ইতালির নতুন সরকার। দেশটির নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির সাম্প্রতিক এক ভিডিও ফুটেজে এ তথ্য ফাঁস হয়েছে। ভিডিও ফুটেজে ‘ইতালেক্সিট’ নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এরই মধ্যে ইইউ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে ব্রিটেন তথা যুক্তরাজ্য। এটা ‘ব্রেক্সিট’ হিসেবে পরিচিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইউকে এক্সপ্রেস জানায়, ভিডিও ফুটেজটি ২০১৬ সালের কোনো এক সময় ধারণ করা। সে সময় কট্টর ডানপন্থী দল লেগা নর্দ-এর তৎকালীন নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনি বলেন, ভবিষ্যতে তার দল যদি ক্ষমতায় যায় ও সরকার গঠন করে, তাহলে ইইউ ত্যাগ করবে ইতালি। এর মধ্যদিয়ে ইইউর অভিন্ন মুদ্রা ইউরো থেকেও নিজেদের প্রত্যাহার করে নেয়া হবে।
তিনি বলেন, ইইউ ছাড়তে প্রস্তুত ইতালি। রাজধানী রোমের এক অনুষ্ঠানে দেয়া ওই বক্তব্যে ৪৫ বছর বয়সী সালভিনি আরও বলেন, ইইউ ত্যাগ ইস্যুতে তার সরকার ব্রিটেনের মতো কোনো গণভোটও আয়োজন করবে না। তিনি বলেন, ইইউ ছাড়তে আমাদের কোনো গণভোটের দরকার নেই। কারণ এতে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।’