সিলেটে ছাত্রলীগের হামলায় সিপিবি সভাপতিসহ আহত ২০ : কাল হরতাল
সিলেটে কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশে ছাত্রলীগের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে। এ হামলার প্রতিবাদে আগামীকাল সিলেটে আধাবেলা হরতাল আহ্বান করেছে দল দু’টি।
রোববার বিকেল ৫টার দিকে কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের বিভাগীয় সমাবেশ শুরু হওয়ার পর ছাত্রলীগ নেতাকর্মীরা মঞ্চে হামলা করে। তারা মঞ্চ ভাঙচুর করে ব্যানার নিয়ে যায়। এ সময় সিপিবি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও ওসিসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।
পরে ছাত্রলীগের নেতাকর্মীরা সিটি কর্পোরেশনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে সুরমা পয়েন্টের দিকে তাড়া করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেল সাড়ে ৫টায় মঞ্চ থেকে আগামীকাল (সোমবার) সিলেটে আধাবেলা হরতালের ঘোষণা দেয়া হয়।