প্রথম রাজকীয় সফরে হ্যারি-মেগান দম্পতি

prince-harry-meghan-weddingযুক্তরাজ্যের রাজপুত্র ও সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি ও তার নববধূ সাসেক্সের ডাচেস মেগান ওশেনিয়া মহাদেশে রাজকীয় সফরে যাচ্ছেন। আগামী অক্টোবরের এই সফরে তারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং টোঙ্গা ঘুরে বেড়াবেন।
গত মে মাসে বিয়ের পর থেকে এই নবদম্পতির এটি প্রথম আনুষ্ঠানিক রাজকীয় বিদেশ সফর।
এই সফরের মধ্য দিয়ে হ্যারি তার বাবা প্রিন্স চার্লস ও মা প্রয়াত প্রিন্সেস ডায়ানার পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন। তাদেরও প্রথম রাজকীয় বিদেশ সফর ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সে সময় তারা ৪১ দিন দেশ দুটিতে অতিবাহিত করেন এবং প্রায় ২৩ হাজার ৭০১ মাইল ভ্রমণ করেন।
২০১৪ সালের এপ্রিলে প্রিন্স হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট উইলিয়াম অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ১৮ দিন কাটিয়েছিলেন।
অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী অক্টোবরে ‘ইনভিকটাস গেমস’ অনুষ্ঠিত হতে যাচ্ছেন। হ্যারি ও মেগানের এই সফর আকস্মিকভাবে এই গেমসের সঙ্গে যুগপৎ হতে যাচ্ছে।
ম্যাগান রাজবধূ হিসেবে তার দায়িত্ব কতটুকু পালন করতে পারেন, এই সফরের মধ্য দিয়ে তার পরীক্ষা হতে যাচ্ছে।
যুক্তরাজ্যের কেনসিংটন প্রাসাদ জানিয়েছে, হ্যারি ও মেগানকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সরকার আমন্ত্রণ জানিয়েছে। সেখান থেকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তারা ফিজি ও টোঙ্গা যাবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button