জি-সেভেনে ফিরে যাবে না রাশিয়া
আমন্ত্রণ জানালেও রাশিয়া আর জি-সেভেনে ফিরে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
গত শুক্রবার কানাডার কিউবেকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের সম্মেলনে রাশিয়াকে পুনরায় ফিরিয়ে আনার প্রস্ত্মাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই প্রস্ত্মাব পুরোপুরি প্রত্যাখ্যান করে কানাডাসহ অন্যান্য সদস্য দেশ।
এ বিষয়ে রম্নশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জি-সেভেনে পুনরায় ফিরে যাওয়ার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। বরং অন্য দেশগুলোকে নিয়ে গঠিত জি-টোয়েন্টি বর্তমানে অনেক শক্তিশালী বলেও মন্ত্মব্য করেন তিনি। ২০১৪ সালে ক্রিমিয়া ‘দখলে’ নেয়ায় জি-এইট থেকে রাশিয়াকে বহিষ্কার করে জোটের নাম জি-সেভেন রাখা হয়।