প্রবাসীদের পাঠানো অর্থে কর আরোপের বিষয়টি গুজব
বাজেটে প্রবাসীদের পাঠানো অর্থে ভ্যাট-ট্যাক্স আরোপের প্রস্তাবের বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার প্রতিমন্ত্রী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান।
ওই পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ’প্রবাসী ভাইয়েরা গুজবে কান দেবেন না। এই বাজেটে প্রবাসীদের পাঠানো অর্থের ওপর কোনো ভ্যাট বা ট্যাক্স আরোপ করা হয়নি। এরকম কোনো আলোচনাও কোথাও হয়নি। পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।’
প্রতিমন্ত্রী পোস্টে অভিযোগ করেন, অবৈধ পথে যারা প্রবাসীদের আয় পাঠানোর ব্যবসা করেন তারা এবং সরকারবিরোধীরা এ অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর পেছনে কাজ করছেন।
তিনি এ ধরনের বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বার্তাটি প্রবাসীদের মাঝে ছড়িয়ে দেবার আহ্বান জানান।
সম্প্রতি বাজেট ঘোষণার পর থেকে সরকার ও অর্থমন্ত্রীকে হেয় করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর নানা বার্তা ছড়ানো হচ্ছে। এর মধ্যে একটি বার্তা ছিল বাজেটে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে করারোপ করা হবে। বার্তায় বলা হয়- কেউ ২০ হাজারের বেশি টাকা পাঠালে তাকে আয়কর দিতে হবে। এমন বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। -ইউএনবি